মানিকগঞ্জের সাটুরিয়ায় অপারেশন ডেভিল হান্টে মো. বাদশা মিয়া (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) উপজেলার দরগ্রাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. বাদশা মিয়া সাটুরিয়া থানার দরগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ সদরে ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, যুবলীগ নেতা মো. বাদশা মিয়াকে মানিকগঞ্জ সদর থানার নাশকতা মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোহয়েছে।