অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন আরো বলেন, ‘সকল ধর্মেই ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা, সত্যের পক্ষে কাজ করার জন্য তাগিদ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও সত্যের পক্ষে কাজ করে যাচ্ছে। এ কাজে অংশ নিতে জনগণকে আহ্বান করছি। এতে আমরা সাধারণ জনগণনের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের মন গড়া আইন, অসৎ দুর্নীতিবাজদের শাসনই হচ্ছে মানুষের জন্য অশান্তির মূল কারণ। এর থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন অত্যন্ত প্রয়োজন।
সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি, সুবিচার কায়েম হলে সুদ, ঘুষ, কালো বাজারি, মজুদদারী, টেন্ডারবাজী দুর্নীতি থাকবে না। আমরা সবাইকে নিয়ে এক সাথে বৈষম্য মুক্ত সমাজ গড়তে চাই সেই জন্য দেশপ্রেমিকদের অংশগ্রহণ জরুরী । সৎ দক্ষ মানবসম্পদের সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’
জননেতা অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হেসাইন বালিয়াটি বাজার, ভাটারা ত্রীমোড়, গর্জনা, দিমুখা, ভাঙ্গাবাড়ী, খলিলাবাদ, হাজিপুর, শিমুলিয়া এলাকায় আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই স্লোগানকে সামনে রেখে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানে অংশ গ্রহণ করেন।
এ সময় সাটুরিয়া উপজেলা জামায়াতের আমীর মুঃ আবু সাঈদ বিএস সি, কর্ম পরিষদ সদস্য মাওলানা শওকত আলী, উপজেলার যুবনেতা সোহরাব হোসেন, বালিয়াটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো: রমজান আলী, সেক্রেটারি মোঃ আশরাফ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মাসুম বিল্লাহ সহ জামায়াত, ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনতা উপ-স্থিত ছিলেন।