শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলার দেওয়ান মডেল জেনারেল হাসপাতালে সিজার করা এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর পূর্বে গত শনিবার সকালে তাকে দেওয়ান মডেল জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দায়িত্বরত চিকিৎসক। নিহত আসমা বেগম শরীয়তপুর সদর উপজেলার চর চিকন্দী গ্রামের হানিফ মাদবরের স্ত্রী। গত শুক্রবার রাতে তাকে প্রসব বেদনাসহ দেওয়ান মডেল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে, ভুল চিকিৎসা ও চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। দেওয়ান মডেল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বরত চিকিৎসকদের বিচার দাবী করা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে।
দেওয়ান মডেল জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার জেএম সিরাজুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এজাজ বলেছেন, ১০০ শয্যার হাসপাতালে ২০ শয্যার কার্যক্রম শুরু করেছেন।
দুইজন আবাসিক মেডিকেল অফিসার সহ ৭ জন নার্স রয়েছে তাদের হাসপাতালে। রোগীর সিজার শেষে রক্ত শূণ্যতা দেখা দেওয়ায় ঢাকায় রেফার করা হয়। সেখানে রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কোন অবহেলা ছিল না।
এই বিষয়ে সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দেওয়ান মডেল হাসপাতালের নিবন্ধন রয়েছে। হাসপাতালে রোগীর মৃত্যু দুঃখজনক। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।