শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৫৭ সময় দেখুন

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন বালিথা এলাকায় (আকিজ গোডাউনের সামনে) সেলফি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলেই নিহত মোটরসাইকেল চালক মোহাম্মদ রাকিব হোসেন (২২), মানিকগঞ্জ সদর উপজেলার নারীকুলি গ্রামের মো. রজব আলীর ছেলে।

একই ঘটনায় আহত মোটরসাইকেল অপর-আরোহী মজিদ হোসেন গুরুতর আহত হয়েছে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার নারীকুল গ্রামের মো. নুর হোসেনের ছেলে।

আজ (২৪ এপ্রিল ) সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার। এ বিষয়ে তিনি জানান,দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে।

গোলড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের একটি বাস (রেজি নং ঢাকা মেট্রো-ব-১৪-২৩৯৪) দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন এ্যাপাসি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনায় একজন নিহত ও আপরজন গুরুতর আহত হন।

এ বিষয়ে, গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার বলেন, খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার এসআই জাকারিয়া হোসেন ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহন থানার হেফাজতে নিয়ে আসেন। ঘটনাটি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD