কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের বিরোধ চরম আকার ধারণ করেছে। বাক যুদ্ধ পরিণত হয়েছে শক্তি প্রদর্শনের। এরই মধ্যে সীমান্তে গুলি বিনিময় করেছে দুই দেশ। এখানেই সীমাবদ্ধ থাকেনি দুই পরমাণু অস্ত্র সজ্জিত দেশ। তারা একে অপরকে চুক্তি বাতিলের কথাও শোনাচ্ছে।
চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে প্রশমনের পক্ষ নিয়েছে বাংলাদেশ সরকার। বিরোধপূর্ণ দেশ দুটি ভারত-পাকিস্তান চাইলেই মধ্যস্থতার ভূমিকা পালন করবে। তবে আগবাড়িয়ে কিছু করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এমন আভাস দেন তিনি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। দুই দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করবে। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো না। তবে আমরা চাই না বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, যাতে এ অঞ্চলের মানুষের জন্য তা বিপদের কারণ হয়ে ওঠে।
তৌহিদ হোসেন আরো বলেন, আমরা চাইবো, আপনারা নিজেরা নিজেরা সমস্যার সমাধান করুক। যদি আমাদের সহায়তা চান, আমরা মধ্যস্থতা রাজি আছি। কিন্তু তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না।