PEOPLE FOR PEOPLE চ্যারিটি সংগঠন হ্যাম্পশায়ার এন্ড আইল অফ ওয়াইট এবং লর্ড মেয়র অফ পোর্টসমাউথ’স চ্যারিটি ফান্ড এর যৌথ উদ্যোগে চ্যারিটি ডিনার ইভেন্টস মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) লর্ড মেয়র’স ব্যাংকুয়েটিং রুম গিল্ডহল স্কয়ার পোর্টসমাউথ এ সফল ভাবে সম্পন্ন হয়েছে।
পিপল ফর পিপল এর আহ্বায়ক মুহাম্মদ দেলোয়ার হুসেন বেগ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদ ইসলাম ও হাসান আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত চ্যারিটি ডিনারে বক্তব্য রাখেন, জেসন ফাজাকারলেই লর্ড মেয়র অফ পোর্টসমাউথ।
আজকের এই চ্যারিটি ডিনার ইভেন্টস বাংলাদেশ এবং যুক্তরাজ্যের দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের চিকিৎসার জন্য।
উক্ত চ্যারিটি ডিনার উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাঙালি কমিউনিটির সাউদাম্পটন, পোর্টসমাউথ এবং হ্যাম্পশায়ার এর কমিউনিটি নেতৃত্ববৃন্দ এবং বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।