মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদককে শোকজ করেছে দলটি। শুক্রবার (২ মে) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ ও সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের যৌথ স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকজ পাওয়া নেতারা হলেন- দরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, দরগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক ফয়জুল করিম শামীম।
বিজ্ঞপ্তিতে তিন নেতাকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।