ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপা-ডিকো) শরীয়তপুরের অধীন নির্মাণ করা বিদ্যুতের খুটি স্বর্ণঘোষ এলাকায় রাস্তার উপর ঝুঁকে রয়েছে।
ঝুঁকে পড়া খুঁটি টেনে বাঁধা হয়েছে বসত বাড়ির উঠানের গাছে, এক খুঁটি অপর খুটির সাথে ও রাস্তার পাশের গাছের সাথে। যে কোন সময় সেই সকল খুঁটি উল্টে গিয়ে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকা-বাসী। কর্তৃপক্ষকে বারবার অবগত করেও কোন সুফল মেলেনি তাদের।
স্থানীয় সুত্র জানায়, জেলা শহরের চৌরঙ্গী থেকে স্বর্ণঘোষ দিঘিরপার পর্যন্ত সড়কের দুই পাশে শরীয়তপুর অজোপাডিকো বিদ্যুতের খুঁটি স্থাপন করেছে। প্রতিটি খুটির উপরের অংশে ১১ কেভি বিদ্যুৎ সরবারাহ হয়। নিচের অংশে ৯ লাইন বিদ্যুতের তার রয়েছে। একই খুটিতে রয়েছে শরীয়তপুর পৌরসভার সড়ক বাতির তার। এতো ভারী ওজন বহনকারী খুটিগুলি এদিক ওদিক হেলেদুলে রয়েছে।
খুটি খাড়া করে রাখতে টানা দেওয়া হয়েছে বাড়ির ভিতরের গাছের সাথে, সড়কের পাশে ধাকা গাছের সাথে ও অন্য আরেক খুটির সাথে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। অতি বিলম্বে হেলেদুলে পরা খুটি মেরামতের জন্য বিদ্যুৎ বিভাবেগর প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।