চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আজ ৬ মে দিনব্যাপী অনুষ্ঠিত হলো আম সম্মেলন ২০২৫।
ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৩৫০ জন আম চাষি ও উদ্যোক্তা অংশ নেন। সম্মেলনে আম শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ রপ্তানিমুখী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাব গঞ্জের আম শুধু দেশের গর্ব নয়, বৈদেশিক মুদ্রা অর্জনেরও বড় উৎস হতে পারে। তবে রপ্তানির জন্য প্রয়োজন নিরাপদ উৎপাদন, আধুনিক সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের প্যাকেজিং।
এই লক্ষ্যে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। সম্মেলনে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌফিক আজিজ।
তিনি বলেন, আম উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কৃষক ও উদ্যোক্তারা যদি সমন্বিতভাবে কাজ করেন, তবে রপ্তানি বাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থান নিতে পারবে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ।
সম্মেলনের আহ্বায়ক শহীদুল হক হায়দারী শহিদ মিয়া বলেন, আম আমাদের অর্থনীতির এক সম্ভাবনাময় খাত। কিন্তু এই খাতে কাঙ্ধি-সঢ়;ক্ষত উন্নয়ন তখনই সম্ভব, যখন আমরা একযোগে প্রশিক্ষণ, অবকাঠামো এবং বাজার ব্যবস্থাপনায় মনোযোগ দেব। আজকের সম্মেলনের উদ্দেশ্যই হলো সেই সহযোগিতার পথ সুগম করা। বক্তব্য রাখেন ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীব।
তিনি বলেন, আম রপ্তানিতে বড় বাধা হয়ে আছে কীটনাশকের অব-শিষ্টাংশ, মানসম্মত প্যাকেজিংয়ের অভাব, হ্যান্ডলিংয়ের দুর্বলতা এবং শীততাপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহন সুবিধার সীমাবদ্ধতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে যুগোপযোগী অবকাঠামো গড়ে তোলা।
বক্তারা রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, দক্ষ রপ্তানিকারক তৈরি, আন্তর্জাতিক মানের আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং রপ্তানি সংক্রান্ত নিয়মনীতি সহজীকরণের ওপর জোর দেন।
আম উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলন শুধু অভিজ্ঞতা বিনিময়ের একটি সুযোগই নয়, বরং দেশের আম শিল্পকে বিশ্ব বাজারে এগিয়ে নিতে একটি মাইলফলক হয়ে উঠবে।
তারা বলেন, আমের নানা সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে চাষি, উদ্যোক্তা, গবেষক ও প্রশাসনের সমন্বয়ে একযোগে কাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে, তবেই রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে।