মানিকগঞ্জের সাটুরিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা কিতাব আলী (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে অত্র উপজেলার বালিয়াটি ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৩ মে) সকালে কোরান আলী ও কিতাব আলী দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ হয়। এতে পরিবারের অন্য সদস্যরা যুক্ত হন। বিরোধে কথা-কাটাকাটি ও হাতাহাতি এক পর্যায়ে দুই পরিবারের লোকজন ঝগড়া থামিয়ে যার যার মতো চলে যায়। কিছুক্ষণ পর কোরান আলীর ছেলে সাকিল (২৫) বাড়ি এলে নতুন করে ঝগড়া শুরু হয়।
এক পর্যায়ে মারামারি শুরু হলে সাকিল বাঁশ দিয়ে চাচা কিতাব আলীর মাথায় আঘাত করলে কিতাব আলী মাটিতে লুটিয়ে পড়েন। মাথা ফেটে রক্ত বের হলে সাটুরিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (৭ মে) সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সাটুরিয়া থানা উপপরিদর্শক আরিফ খান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।