শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

সাটুরিয়ায় সেনা সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮৯ সময় দেখুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা দরগ্রাম ইউনিয়নে ফজল হক ও আনোয়ারা বেগমের উপর হামলাকারীদের বিচারের দাবিতে তেবারিয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় অত্র ইউনিয়নের তেবাড়িয়া গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার মানববন্ধন করে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

স্থাণীয়সূত্রে জানা যায়, গত ০৬/০৫/২০২৫ ইং তারিখে, বসত বাড়ীর জায়গা ও পূর্ব শত্রুতার জের ধরে নিজ ভাতিজার হাতে ভুক্তভোগী চাচা (ফজল হক) ও চাচি (আনোয়ারা বেগম) বেদম মারপিটের শিকার হন। এই ঘটনায় তারা দুইজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ ব্যাপারে ভুক্তভোগীর মেয়ে আলেয়া বেগম জানায়, গত ০৬/০৫/২০২৫ ইং তারিখে  নিজ বসত বাড়ীর সীমানায় থাকা একটি কাঁঠাল গাছ কাটা নিয়ে আমার চাচা ও চাচাতো ভাই (তেবাড়িয়া গ্রামের সেনা সদস্য মোঃ হোসেন আলী ও তার পিতা পাষাণ আলী) আমার বাবা ও মাকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে তারা মারাত্বক আহত হলে মুমুর্ষ অবস্থায় তাদেরকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়,  ফজলুল হকের মাথায় প্রচণ্ড আঘাতের ফলে অত্যাধিক রক্তক্ষরণ হয়েছে। ক্রমে ক্রমেই তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায়, ইতিমধ্যে এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD