চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জে আ’লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ, নাচোলের সাবেক মেয়র ঝাটুসহ ১৩ জন গ্রেফতার হয়েছে।
বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ১৩ জন গ্রেফতারের মধ্যে সদর থানা পুলিশ ৪ জন, শিবগঞ্জ থানা পুলিশ ২ জন, নাচোল থানা পুলিশ ৫ জন, গোমস্তাপুর থানা পুলিশ ১জন এবং ভোলাহাট থানা পুলিশ ১ জন।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রামকৃষ্টপুর (শান্তির মোড়) এলাকার মৃত আলহাজ্ব আব্দুর রাজ্জাকের ছেলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাম্মাদ (৭০)।
গ্রেফতারকৃত হাম্মাদ আলী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের ডান হাত বলে পরিচিত এবং তার সাথে ওই আওয়ামীলীগ নেতার ঠিকাদারী ব্যবসা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাব গঞ্জ পৌরসভার মাঝপাড়ার মোঃ এরফান আলী খানের ছেলে মোঃ জাহিদুল খান জনি (৩৪)। চাঁপাইনবাব গঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ক্রিড়া সম্পাদক মহারাজপুর ডোলপাড়ার ফেরেশতল্লাহ এর ছেলে মোঃ কাশেদ আলী মাস্টার (৪০)।
আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাঝপাড়ার মোঃ এরফান আলী খানের ছেলে মোঃ ইমরান খাঁন (২৮)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১৯ তারিখ ২২-০৮-২০২৪ ধারা ১৪৩/৪৪৮/৩৮০/৫০৬(২)/১১৪ দঃবিঃ তৎসহ বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬ ধারায় হওয়া মামলায় এদের গ্রেফতার করা হয়েছে বলে এক প্রেসনোটে নিশ্চিত করে জেলা পুলিশ।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রাম থেকে সাবেক ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী আল মামুনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আল মামুন শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দিনের ছেলে।
এছাড়াও কানসাটের তালেব উদ্দিনের ছেলে বঙ্গবন্ধু পরিষদের কানসাট ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমদ টিটু মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, উপজেলার মর্দানা গ্রামে দায়েরকৃত একটি বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আল মামুন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোমস্তাপুরের ছাত্রলীগের নেতা চোডালার নাজমুল হক কে গ্রেফতার করে গোমস্তাপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গোমস্তাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দিন।
এদিকে নাচোলে গ্রেফতার হয়, নাচোল পৌরসভার সাবেক মেয়র, ও নাচোল পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ রশিদ খান ঝাঁলু, নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ফিরোজ হাসান তারিফ, নাচোল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, মোঃ আরিফ, আওয়ামীলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম ও আওয়ামীলীগ কর্মী মোঃ রনি।
ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাগী গ্রামের সাবের আলীর ছেলে ছাত্রলীগ নেতা তুষার আলীকে গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ। জেলা পুলিশের এক প্রেসনোট ও স্থানীয় সুত্রে জানা গেছে, চাঁপাইনবাব গঞ্জে আওয়ামীলীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ ১৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হাম্মাদ আলী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের ডান হাত বলে পরিচিত এবং তার সাথে ওই আওয়ামীলীগ নেতার ঠিকাদারী ব্যবসা রয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে ৫আগষ্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে সরকারি মালখানা লুটপাটের অভিযোগ রয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সদর মডেল থানার ওসি মোঃ মতিউর রহমান হাম্মাদ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন।
এদিকে, হাম্মাদ আলী গ্রেফতার হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ঠিকাদার বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে একজন জেলা আওয়ামীলীগের নেতার পৃষ্ঠপোষকতায় জেলার ঠিকাদারদের সাথে অনেক খারাপ আচরন করেছেন হাম্মাদ আলী। পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কাজে ক্ষমতা খাটিয়ে অন্য ঠিকাদারদের হয়রানী ও ক্ষতি করিয়েছেন। আওয়ামীলীগের এই নেতার অত্যাচারে বেশ কিছু ঠিকাদার আর্থিক ও মানষিকভাবে ক্ষতিগ্রস্থ।
জেলা আওয়ামীলীগের ক্ষমতা খাটিয়ে পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, পিডব্লিউডিবি, জেলখানা খাবার সাপ্লায়, জেলা পরিষদ, স্থানীয় প্রকৌশল বিভাগসহ বিভিন্ন দপ্তরে নিজেদের কাজ হাসিল করেছেন এবং অন্য ঠিকাদারদের হয়রানী করেছেন বলে জানিয়েছেন কয়েকজন স্থানীয় ঠিকাদার।
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের বিভিন্ন পদের ১৩ জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা জানান, আওয়ামীলীগের দোষর হাম্মাদ ঠিকাদার কে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাতে।
এছাড়াও নাচোল পৌরসভার সাবেক মেয়র নাচোল পৌরআওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ রশিদ খান ঝাঁলু, নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ফিরোজ হাসান তারিফ, শিবগঞ্জের আওয়ামী লীগের নেতা মামুনসহ জেলায় মোট ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে হামলা-মামলা, ভাংচুর, বিষ্ফোরকসহ বিভিন্ন মামলা রয়েছে। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশ সুপার।