মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পার-তিল্লি এলাকায় শিক্ষার্থী জহিরুল ইসলামকে মারধর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে পার-তিল্লি বাজারে আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।
ভুক্তভোগী জহিরুল ইসলাম (২০) চর-তিল্লি এলাকার পরশ আলীর ছেলে। তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে অধ্যয়নরত।
পরিবারের অভিযোগ, একটি চাঁদাবাজির ঘটনার মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় গত শুক্রবার সন্ধ্যায় তিল্লি ইউনিয়নের জোওলার মোড় এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে মারধর করে। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মানববন্ধনে বক্তব্য দেন- পার-তিল্লি বাজার কমিটির সভাপতি মো. লাভলু মিয়া, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, তিল্লি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ চুন্নু, সাটুরিয়া উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা জীবন, ইউনিয়ন যুবদলের সদস্য সানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ভাঙিয়ে তিল্লি ইউনিয়নের একটি চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর ও হুমকি দেওয়া হয়। থানায় অভিযোগ দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিল্লি ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, আমাদের দলের কিছু নেতাকর্মীর নামে অভিযোগ উঠেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। দোষি সাব্যস্ত হলে দলীয় ভাবে ব্যবস্থা নিব। আমাদের দলে চাদাঁবাজদের কোন জায়গা নাই।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।