বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

আওয়ামীলীগকে নিষিদ্ধ ॥ চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ১২ মে, ২০২৫
  • ২২৫ সময় দেখুন

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত অবশেষে বাংলাদেশ আওয়ামীলীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তরবর্তী সরকার। এই খবর চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়ে জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীর জরুরি বৈঠক শেষে আওয়ামীলীগ কে নিষিদ্ধের পর তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত ইসলামী বাংলাদেশ।

বিজয় উল্লাসে শ্লোগান শুরু হয় ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসীলীগ নিষিদ্ধ হলো; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই’সহ বিভিন্ন স্লোগান দিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়ে আনন্দ মিছিলের জন্য জমায়েত হয় বাংলা-দেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংঠনের নেতৃবৃন্দ। রাত পোনে বারাটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে বড় ইন্দারা মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়।

বিভিন্ন স্লোগানে শহরের শান্তি মোড়ে মিছিল সমাপ্ত হয় এবং সেখানে পথসভা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ অন্যরা।

এতে উপস্থিত ছিলেন সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী ও ছাত্র শিবিরের শহর সভাপতি আব্দুল আজিজসহ জামায়াত ও ছাত্রশিবিরসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী। শনিবার (১০ মে) রাতে অন্তরবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতে ইসলামী, ইসলামি ছাত্রশিবির, খেলাফত মজলিশ, দ্য রেড জুলাইসহ বিভিন্ন সংগঠন সংগঠনের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলার আমীর হাফেজ আঃ আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী ও ছাত্র শিবিরের শহর সভাপতি আব্দুল আজিজসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা রাতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশজামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, অন্তবর্তীকালীন সরকার ইতোমধ্যে আওয়ামীলীগকে নিষিদ্ধ করেছে।

অন্তবর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, কোনো ফ্যাসিস্ট ও তার দোসরদের পক্ষ অবলম্বনকারী কোনো উপদেষ্টা যদি থেকে থাকে, তাহলে তাদের সেখান থেকে বিদায় দিতে হবে। তা না হলে জুলাই বিপ্লব ক্ষত-বিক্ষত হবে এবং প্রশ্নবিদ্ধ হবে। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার চাইলে অনেক আগেই আওয়ামী-লীগকে নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারতেন। কিন্তু কোন অজানা কারণে সরকার তা করে নাই। সেটি আমাদের কাছে পরিষ্কার। সরকারের মধ্যেই লুকিয়ে আছে ফ্যাসিস্টদের দোসর। নুরুল ইসলাম বুলবুল আরো বলেন, গত ১৭ বছরে আওয়ামীলীগ একটি জুলুমবাজ দলে পরিণীত হয়েছিল এবং জুলুমকারী হিসেবে জনগণের

সামনে আবির্ভূত হয়েছিল।এই আওয়ামীলীগ জনগণের অধিকারকে নষ্ট করেছে, রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে জামায়াতের আমির থেকে শুরু করে ১১ জন নেতাকে বিচারিক হত্যাকান্ডের মধ্য দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে।

নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে অমানবিক নির্যাতন চালিয়েছিল আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে জনগণের উপর নির্যাতনের স্ট্রিম রোলার  চালিয়েছিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের আমির আরো বলেন, একটি রাজনৈতিক দল জুলাই আন্দোলনে তাদের কোনো ভূমিকা নেই ঘোষণা দিয়েছিল। তারপরে আবার তাদের নেতাই মাস্টার মাইন্ড সেই ঘোষণাও দিয়েছে।

আর ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অন্য কেউ নেতৃত্ব দেন নাই। জুলাই আন্দোলনে যারা সিপাহসালার এবং বৈষম্যবিরোধী  যারা জাতীয় নেতা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য (বিএনপি) পদক্ষেপ নিয়েছে।

জুলাই আন্দোলনের সাধারণ আন্দোলন ঘোষণা দিয়ে তারা (বিএনপি) প্রতারণার পথ বেছে নিয়েছে। এছাড়া সেই রাজনৈতিক দল প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে একমত পোষণ করেনি। তারা আওয়ামী লীগের বিচারের বাইরে একমত পোষণ করেনি। আওয়ামীলীগকে নিষিদ্ধ করার জন্য তারা ঐকমত্য পোষণ করেনি।

ছাত্ররা দাবি জানিয়েছিল, আগস্ট বিপ্লবের সনদে স্বাক্ষর করতে হবে, সেই স্বাক্ষরও তারা করতে রাজি হয়নি। এই দেশের ছাত্র-জনতা সংস্কার চাই, তারপরে নির্বাচন চাই, কিন্তু ওই দল সংস্কার চাই না, তারা যেনতেনভাবে আবার ক্ষমতায় যেতে চায়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ  আওয়ামীলীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের
নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামীলীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলেও জানানো হয়।

পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চুড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে গত তিন দিন ধরে টানা
কর্মসূচি চালিয়ে যাচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীসহ ছাত্র-জনতা। এমন পরিস্থিতিতে অন্তরবর্তী সরকার আওয়ামীলীগের বিষয়ে সিদ্ধান্ত জানাল।

অন্যদিকে, একই সময় রাতে    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় একটি আনন্দ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD

Warning: PHP Startup: Unable to load dynamic library 'mysqli.so' (tried: /opt/alt/php82/usr/lib64/php/modules/mysqli.so (/opt/alt/php82/usr/lib64/php/modules/mysqli.so: undefined symbol: mysqlnd_global_stats), /opt/alt/php82/usr/lib64/php/modules/mysqli.so.so (/opt/alt/php82/usr/lib64/php/modules/mysqli.so.so: cannot open shared object file: No such file or directory)) in Unknown on line 0