চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র রমজান মাসে প্রকাশ্য দিবালোকে পরিবারের সামনে নির্মমভাবে খুন
হন স্থানীয় বাসিন্দা গোলাম আজম। ঘটনার প্রায় দুই মাস পার হলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা। দীর্ঘদিন পরেও খুনিরা গ্রেফতার না হওয়ায় থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন নিহতের পরিবার ও স্থানীয়রা। আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনটি অনুষ্ঠিত হয় রবিবার (১১ মে) শিবগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ও সংস্কার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, শিবগঞ্জ পৌর শাখার সভাপতি এসএম মহিউদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্ধসঢ়;-দৌলা। এছাড়া নিহতের বাবা আব্দুল খালেক, মা রহিসা বেগম, স্ত্রী হালেমা খাতুন, বোন খালেদা বেগম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, ১৮ রমজান (১৯ মার্চ/২৫) বিকেলে কুখ্যাত সন্ত্রাসী মো. আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালায় গোলাম আজমের ওপর। পরিবারের সামনেই তাকে কুপিয়ে জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, ২২ মার্চ রাতে তিনি মারা যান।
পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। কোন অজ্ঞাত কারনে শিবগঞ্জ থানা পুলিশ গোলাম আজম এর খুনিদের গ্রেফতার করছে না।
এই হত্যাকান্ড নিয়ে থানার ওসি গোলাম কিবরিয়ার ভূমিকা নিয়েও নানা সমালোচনা করেন গোলাম আজম এর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকাবাসী অনেকটা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গোলাম আজম এর খুনিদের গ্রেফতার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী দেয়ারও হুশিয়ারী দেন মানববন্ধনে বক্তারা।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, গোলাম আজম হত্যা মামলার আসামিদের ধরতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিগগিরই সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহতের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।