মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শোকজ করেছে সাটুরিয়া ইউনিয়ন বিএনপি।
সোমবার (১২ মে) রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকজ পাওয়া নেতার নাম হলেন- মোঃ জসিম উদ্দিন। তিনি সাটুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বার। বিজ্ঞপ্তিতে তাকে ৩ দিনের মধ্যে লিখিত ভাবে কারণ দর্শানোর জবাব চাওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।