মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধ ইটভাটার মালিকদের জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলার কামতা ও ভাসিয়ালি কান্দাপাড়া এলাকায় মেসার্স ফৌজিয়া ব্রিকস, যমুনা ব্রিকসের অবৈধ পরিচালনা বিপরিতে এই আদেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার ২০ মে বিকেলে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও সাটুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ২ টি ইটভাটার মালিক কে ৩ লক্ষ টাকা জরিমানাসহ ইট ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করে।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়া পরেও তা নবায়ন না করায় এই আদেশ জারি করা হয়েছে।এ ছাড়া, ইটভাটা দুটি- কৃষি জমি ইট তৈরীর কাজে ব্যবহার করে আসছিল। যার ফলে দুইটি ইটভাটার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা, বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্নসহ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ সময় তিনি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। এ সময় সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) তানভীর আহম্মদ ও মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।