মানিকগঞ্জ শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাওর গ্রামে থেকে এক গৃহবধুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ২০ মে সকাল সাড়ে আট ঘটিকায় চৌচালা টিনের ঘর থেকে ফুলমতি ওরফে ফেলির মরাদেহ উদ্ধার করা হয়। জানা যায়, ফুলমতি একই গ্রামের সকেল (৫৫) উদ্দিনের দ্বিতীয় পক্ষের স্ত্রী।
শিবালয় থানার এস আই মোঃ তাজুল ইসলাম জানান, ডিউটি অফিসারের দেওয়া তথ্য অনুয়ায়ী পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে আমি মরাদেহটি উদ্ধার করি। এই সময় মৃতের গলায় ওড়না পেঁচানো দাগ লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলমতির অস্বাভাবিক মৃত্যুর জন্য তার স্বামী সকেল উদ্দিন (৫৫) এবং প্রথম স্ত্রী সেলিনা আক্তার (৪৫) দায়ী হতে পারে।
উল্লেখ্য যে, সকেল উদ্দিন তিনটি বিবাহ করেছিলেন, বর্তমানে একটি পরিবার নিয়ে সংসার করছিলেন।
শিবালয় থানা পুলিশ জানায়, মৃতদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ থাকলেও পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
শিবালয় থানার ওসি (অফিসার ইনচার্জ) মোঃ কামাল হোসেন জানান, তদন্ত রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আমরা সেই অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।