রস যত দিন দেহে প্রিয়
ল`হ সাধ-মজা,
কুষ্ঠতায় হবে বর্ণহীন, একদিন
-মরুতে মর্ম ধজা।।
অর্থে-স্বার্থে সদা চলন
বাজাঁও প্রেম ডুগডুগি,
ভিজিঁয়ে কোমর-নাচানী দোলন
বলনে, আমীষ ভোগী।।
পড়েকি মনে? মিলনের ধামে
কি? দিয়েছিলে কথা,
আকুল-তিয়াশে প্রেম প্রিয়াসে
সেই যুগল ব্যাকুলতা।।
স্বাধীনতায় আজ, যুগাঙ্কী তুমি
ঢলছে কামনার রস,
উৎঙ্খলনের অমৃত সাধ
-হয়ে মায়ার বশ।।
পরীক্ষা এ’ যাচাই-বাছাইয়ের !
তাই, সরল-গরল মিকচার,
নিরন্কুশ রস-মঞ্জুরী- প্রভু
একদিন, চাইবে ফেরৎ তাহার।।
সাজেদা গো’-
এ-ধাম, ভজনার খেলাঘর
তাতাঁরে বাজাতে-নিজের স্বরে
খেলছে বাজীঁকর।।
উড়ছে ঘুড়ি, আকাশ জুড়ি
-দিচ্ছে সূতো ঢিল,
কর্ম ফলে ধর্ম বিচার
করিবেন একদিন বিজয়ী বীর।।