মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান হেরোইন ও নগদ টাকাসহ গ্রেফতার -১

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৯ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক পাচারের গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৩’শ গ্রাম হেরোইন ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকাসহ সাখাওয়াত হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ীর সাখাওয়াত হোসেন খান এর নিজ বাসায় এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

বৃহস্পতিবার বিকেলে এক প্রেসব্রিফিং এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে একটি ডিএনসির একটি দল বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭ টার দিকে জেলার সদর মডেল থানার চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সাখ্ধসঢ়;খান এর নিজ বসতবাড়ী তল্লাশি করে হেরোইন-০৩ কেজি ৩০০গ্রাম, মাদক বিক্রির নগদ অর্থ ২ লক্ষ ৫০ হাজার টাকা, সিলার মেশিন-০১ টি এবং হেরোইন পরিমাপক যন্ত্র-০১টি উদ্ধার করা হয়।

অভিযানে পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে বিজিবি সদস্য এবং ডিএনসি-র সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।গ্রেফতার কৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামী চরবাগডাঙ্গা ফাটাপাড়ার শফিকুল আলমের ছেলে মোঃ আব্দুল্লাহ ওরফে আব্দুল (৩৫), একই এলাকার মো: আমির হোসেনের ছেলে মো: জুয়েল রানা (৩৪) দ্বয়ের পারস্পরিক সহযোগিতায় তারা মাদক ব্যবসা করে আসছে।

এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD