চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
এতে প্রায় ৪ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মো. আব্দুল করিম জানান, তিনি ও তার সহযোগী মো. তাজামুল হক ও মো. নূরুল ইসলাম মিলে স্থানীয় মো. এসলাম আলীর কাছ থেকে চাপড় মৌজায় ১ একর ১২ শতাংশ আয়তনের একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।
গত ২৭ মে রাত ৯টার দিকে প্রতিদিনের মতো পুকুর তদারকি শেষে তারা বাড়ি ফিরে যান। পরদিন ২৮ মে ভোরে এসে দেখেন, পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে আছে।
এসময় স্থানীয় লোকজন এসে মৃত মাছ সংগ্রহ করে নিয়ে যান বলে জানান তিনি। আব্দুল করিমের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে কোনো অজ্ঞাতনামা ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে পুকুরে বিষ প্রয়োগ করেছে।
এতে তাদের চাষকৃত মাছ সম্পূর্ণরূপে নিধন হয়ে যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।