মোহাম্মদ নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের (জনু পাগলার) দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার (২৩শে জুন ২০২৫ সাল) বেলা ৪টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চাচিতারা গ্রামে ‘চাচিতারা খেলার মাঠ প্রাঙ্গনে’ এই জানাজা অনুষ্ঠিত হয়। তৎপর জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের (জনু পাগলার) দাফনের আগে সাটুরিয়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এ সময় উপজেলা ভূমি কর্মকর্তা তানভীর হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কামরুল ইসলাম (জনু পাগলা) দীর্ঘদিন ধরেই ডায়াবেটিকস-সহ বিভিন্ন জটিল রোগে ভোগ ছিলেন। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (২৩ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর।
ব্যক্তিগত জীবনে নিঃসন্তান কামরুল ইসলাম (জনু পাগলা) একাধারে বহুমূখী প্রতীভার অধিকারী ছিলেন। তরীকাভক্ত, সমাজ সেবক, দানবীর, মুক্তিযোদ্ধা ও পন্ডীত ব্যক্তি হিসাবে তিনি সর্বমহলে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে দেশবাসী একজন সৃজনশীল-ব্যক্তিকে হারালো।