নামের আগে ডাক্তার উপাধি ও রোগীদের প্রেসক্রিপশন দেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ফার্মাসিস্ট মো. লুৎফর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তার ছেলে মো. গোলাপ (৪৫) হোসেনকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ জুলাই) বিকাল ৫টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজারের এ রহমান ফার্মেসিতে অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ শাস্তি দেন।
জানা যায়, মো. গোলাপ হোসেনকে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (২) ধারা মোতাবেক ১৪ দিনের কারাদণ্ড এবং তার বাবা লুৎফর রহমানকে (৭০) ঔষধ কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ ও গ) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ৫০ হাজার টাকা অথদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুলতানা রিফাত ফেরদৌস, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন মানিকগঞ্জ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান।