বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি সুষ্ঠভাবে হয়েছে। শনিবার ২৮ জুন বিকাল ৪ ঘটিকায় সাটুরিয়া উপজেলাধীন ২নং দিঘলীয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য জনাব আব্দুল কদ্দুস খান মাখন মিয়া। সভায় সভাপতিত্ব ইউনিয়ন বিএনপির সভাপতি প্রিন্সিপাল জনাব মশিউর রহমান হেলালী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কদ্দুস খান মাখন বলেন, ২০০৯ সারা বাংলাদেশে সদস্য সংগ্রহ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সকল কমিটির গঠন করা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে আর সদস্য সংগ্রহ করা হয় নাই। এখন আবার সারাদেশে সদস্য সংগ্রহ করার কার্যক্রম চালু হয়েছে। এর এই প্রেক্ষিতে আগামীতে সকল কমিটি গঠন করা হবে।
তিনি আরো বলেন, কোনভাবে যাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এসব সদস্য সংগ্রহ ফরম পূরণ করতে না পারে সেই দিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে সদস্য সংগ্রহের কাজ চালিয়ে যাবেন।
ইউনয়ন বিএনপির সাধারন সম্পাদক জনাব আব্দুর রহমান বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার দীর্ঘ নির্যাতন ও নিপীড়ন করেও বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারে নাই। ভবিষ্যতেও আর কোন অপ-শক্তি আমাদেরকে দমাতে পারবে না ।
তিনি আরো বলেন, আমরা তরুন প্রজন্মের অহংকার ভবিষ্যৎ দেশকান্ডারী তারেক রহমানের ডাকে সর্বদাই অবিচল থাকবো। নতুন সদস্যদের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন থাকলো। আসুন, সম্মিলিত প্রয়াসে আমরা আরো একবার আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মানিকগঞ্জের মানিক আফরোজা খান রিতা আপার হাতকে শক্তিশালী করি।
এই সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠণিক সম্পাদক জনাব আব্দুর রহমান, পাকুটিয়া বিসিআরজি কলেজের প্রদর্শক মোঃ রফিকুল ইসলাম (রাজা মিয়া) কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম নোমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব জসীম উদ্দিন মাষ্টার, বিএনপির নেতা সানোয়ার হোসেন সানু ও অঙ্গ-সংগঠণের নেতৃবৃন্দ।