মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব ড. মনোয়ার হোসেন মোল্লার (উপ-সচিব) সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্বাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনসিপির পক্ষ থেকে এই স্বাক্ষাতের নেতৃত্ব প্রদান করেন, মানিকগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়ক এ্যাড. জনাব জাহিদুর রহমান তালুকদার।
স্বাক্ষাতে জুলাই বিপ্লবে এসিপির অবদানের কথা স্মরণ করে জেলা প্রশাসক বলেন, দেশ ও জাতির কল্যাণে এসিপির অবদান অবি-স্মরনীয়। এই সময় তিনি দেশের ক্রান্তিলগ্নে, যে কোন সমস্যা সমাধানে এনসিপিকে এগিয়ে আশার আহ্ববান জানান। তিনি বলেন, দেশও জাতির গঠণে ছাত্রসমাজ ও তরুন নেতৃত্বের বিকল্প নাই।
জেলা প্রশাসক মহোদ্বয়কে ধন্যবাদ জ্ঞাপন করে এনসিপির নেতা জনাব এ্যাড. জাহিদুর রহমান তালুকদার বলেন, মূলতঃ দেশ ও জাতি গঠণের অঙ্গিকার নিয়েই জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জন্ম হয়েছে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্দোলন চলমান থাকবে।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য ‘শুধু শাসকের পরির্বতন নয়, আমরা গোটা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা দেশের সকল প্রকার দুনীর্তি, সন্ত্রাস, দখলবাজী, অপ-রাজনীতি ও রাজনীতিতে পরিবারতন্ত্রের বিলোপ চাই। আমরা একটি সাম্য, সমতার বাংলাদেশ চাই। সকল পেশা ও সকল শ্রেনীর মানুষের সমান অধিকার ও সহ-অবস্থান চাই।
এই সময় তিনি, আগামী ১৭ই জুলাই এনসিপির উর্ধ্বতন নেতৃবৃন্দের মানিকগঞ্জ সফর সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং এই ব্যাপারে সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।