বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র জুলাই পদযাত্রা ও পথসভা

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ “সীমান্তে আগ্রাসন হলে লংমার্চ ঘোষণা করা হবে” এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সীমান্তে বারবার নিরীহ বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। সীমান্ত রক্ষায় দেশের জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

রবিবার (৬ জুলাই) দুপুর আড়াইটায় জুলাই পদযাত্রায় ষষ্ঠ দিনে কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে এনসিপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই’ স্লোগানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ষষ্ঠ দিনে এই কর্মসূচি পালিত হয়।

নাহিদ ইসলাম বলেন, “আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সকল জেলা থেকে বৈষম্য দূর করতে হবে। মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে রাজনৈতিক বৈষম্যের সুযোগ থাকবে না।” এনসিপি আহবায়ক আরও বলেন, “চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কোনো আগ্রাসন বরদাশত করা হবে না।

ইতিমধ্যেই এই জেলার সাহসী মানুষ সীমান্ত আগ্রাসন প্রতিহত করেছে”, তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার, বৈষম্যবিরোধী আন্দোলন, অতীতের গণহত্যার বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই জাতীয় নাগরিক কমিটির মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “দেশের জনগণ এখন সচেতন ও সংগঠিত। তারা আর অন্যায় সহ্য করবে না। সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসন বা দখলচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত।”

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করে নাহিদ বলেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, এখানে বোমার বিষ্ফোরণ ঘটনায়। আমরা কিন্তু এইসব আগ্রাসন আর মেনে নিবোনা। সীমান্তে অনেক বাহাদুরি করেছেন দাদারা, সেই দিন শেষ হয়েছে। আবার আগ্রাসন চালানো হলে, আমার ভাইদের হত্যা করা হলে আমরা লং মার্চ ঘোষনা করবো।

আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসী দীর্ঘদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছেন। আমরা এই সভা থেকে আপনাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন করছি। সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জবাসীর এই দাবি পুরণ করেন। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, “আমরা আর রাজনৈতিক বৈষম্য দেখতে চাই না। নতুন সংবিধান চাই, নতুন পথচলা চাই। জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই, যাতে ভারত, আমেরিকা কিংবা চীন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে।

” সভায় দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনুভা জাবিন বলেন, “জনতাই ক্ষমতা। আমরা স্বপ্ন দেখি এক গণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্রের। ভুল-ত্রুটি থাকলে আপনারা তা ধরিয়ে দেবেন।” পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আলউল হক।

বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, আসিফ মোস্তফা জামাল (নেহাল)। এর আগে নওগাঁ থেকে সড়ক পথে দুপুর ২টার দিকে কেন্দ্রীয় নেতারা চাঁপাইনবাবগঞ্জে পৌঁছান। এবং স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে শান্তি মোড় থেকে শুরু হয় ‘জুলাই পদযাত্রা’। পদযাত্রাটি শহরের বাতেন খাঁ মোড়, নিমতলা মোড়, বড় ইন্দারা মোড়, গাবতলা মোড়, ক্লাব সুপার মার্কেট চত্বর প্রদক্ষিন করে নবাবগঞ্জ সরকারী কলেজ চত্বরে পথসভায় মিলিত হয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রার সময় নেতারা বিভিন্ন স্থানে থেমে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সভা শেষে ফিতা কেটে এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। শেষে মিষ্টি মুখ করেন। দলটির নেতারা জানান, “এই সফর হচ্ছে এনসিপির জাতীয় গণসংযোগ কর্মসূচির অংশ।

দেশের নানা অঞ্চলে জনগণের প্রত্যাশা ও অভিমতকে গুরুত্ব দিয়েই গড়ে তোলা হবে দলের কর্মপন্থা ও ইশতেহার। আগামী ইশতেহারে চাঁপাইনবাবগঞ্জসহ বৈষম্যের শিকার সব অঞ্চলের মানুষের মুক্তির কথা স্পষ্টভাবে তুলে ধরা হবে। এনসিপির দাবি, জুলাই আন্দোলন শুধু ইতিহাস নয়, এটি একটি নতুন বাংলাদেশের সূচনার পথ। সেজন্য তারা ‘জুলাই ঘোষণা’কে দেশের রাজনীতির নতুন দিকনির্দেশনা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস।

পদযাত্রা ও পথসভায় জেলার এনসিপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, শিক্ষার্থী, সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বিকেলে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় উদ্বোধন শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন এনসিপির নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD

Warning: PHP Startup: Unable to load dynamic library 'mysqli.so' (tried: /opt/alt/php82/usr/lib64/php/modules/mysqli.so (/opt/alt/php82/usr/lib64/php/modules/mysqli.so: undefined symbol: mysqlnd_global_stats), /opt/alt/php82/usr/lib64/php/modules/mysqli.so.so (/opt/alt/php82/usr/lib64/php/modules/mysqli.so.so: cannot open shared object file: No such file or directory)) in Unknown on line 0