মানিকগঞ্জের সাটুরিয়া থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মহিলা সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাম রাব্বির স্ত্রী আজরিন আক্তার (১৯), মা- রোজিনা বেগম (৪৫) পিতা- মো: আছর উদ্দিন (৫০) ছোট ভাই রিফাত ইসলাম (১৭) সর্ব সাং উত্তর কাউন্নরা ।
আসামীদের পুলিশের প্রিজন-ভ্যানে করে আদালতে নেওয়ার সময় থানা গেটে পুলিশের প্রিজনভ্যান অবরুদ্ধ করে রাখেন গোলাম রাব্বি পরিবারসহ- এলাকাবাসী।
এক পর্যায়ে আসামী গোলাম রাব্বীর মা রুজিনা আক্তার ও তার স্ত্রী আজরিন আক্তার প্রিজনভ্যান গাড়ীর সামনে শুয়ে পড়ে। পরে সাটুরিয়া থানা পুলিশ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।