মানিকগঞ্জে জাগির ব্রিজ সংলগ্ন মহাসড়কে `ব্লকেড কর্মসূচি’ পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেল ৫:৩০ মিনিটে জাগির ব্রিজ সংলগ্ন মহাসড়কের ওপরে দাঁড়িয়ে প্রায় ১ঘন্টা এই কর্মসূচি পালন করেন তাঁরা।
গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় রাজশাহী, পাবনা, ফরিদপুর যশোর-খুলনা সাতক্ষীরা গামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ব্লকেড কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা গোপালগঞ্জ এনসিপির নেতা-কর্মী এবং তাঁদের গাড়ী বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মানিকগঞ্জ জেলা এনসিপির প্রধান সমুন্বয়ক এ্যাড. জনাব জাহিদুর রহমান তালুকদার বলেন, আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছে। বহু প্রাণের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলা-দেশের নতুন বন্দোবস্ত করার কাজে যখন আমাদের ভাইয়েরা ব্যতি-ব্যাস্ত সময় পার করছে তখন আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশটাকে আবার অস্থিতিশীল করতে চাইছে।
এই সময় তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন. আওয়ামী ফ্যাসিবাদী ও তাদের দালালেরা আর এই দেশে রাজনীতি করতে পারবে না। আজ এই ব্লকেড কর্মসূচি মাধ্যমে আমরা এই কথা প্রশাসনকে পরিস্কার জানান দিতে চাই।
এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমুন্বয়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনির এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান প্রশাসনের দুর্বলতাকে পুঁজি করে ফ্যাসিস আওয়ামী লীগ আবারও প্রকাশ্যে আসছে চাইছে। তারা সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, প্রশাসন দুর্বল হলেও দেশে হাজার হাজার ছাত্র-জনতা আবারও তাদের জবাব দিতে প্রস্তুত রয়েছে।
এ সময় এনসিপির জেলা কমিটির যুগ্ন-সমুন্বয়ক এ্যাড. মাহফুজ রহমান, এ্যাড. আমিনুর রহমান, গালীব হোসেন ও জেলা সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, মহিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।