বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় আসছে।
এই সফরের মধ্য দিয়ে দেশে প্রতিষ্ঠানটির স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক অন্যমাত্রায় পৌঁছাবে বলে আশা বিশ্লেষকদের।
প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তার সঙ্গে থাকবেন স্পেসএক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে স্টারলিংকের বিনিয়োগ ও অংশীদারিত্বের সম্ভাবনা মূল্যায়ন করা।
প্রতিনিধিদলটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। যদিও স্টারলিংকের সেবা গত মে মাস থেকেই বাংলাদেশে চালু আছে, এই সফরের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।
সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদলটি আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে।