রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭১ জন।
সোমবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। আইএসপির হাসপাতালে হতাহতদের তালিকাও প্রকাশ করেছে।
তালিকা অনুযায়ী- কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, (নিহত নেই) জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ৩, নিহত ১; সিএমএইচ-ঢাকা আহত ১৭, নিহত ১২; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত ১, নিহত ২; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১, নিহত ২; উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই।
এর আগে, দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।