“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ ও ফলজ মেলা।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব)। সবুজে ঘেরা একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, “পরিকল্পিত ভাবে গাছ লাগালে তা পরিবেশ রক্ষা করবে এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। একজন মানুষের প্রতিদিন প্রায় ৫৫০ লিটার অক্সিজেনের প্রয়োজন হয়, যা গাছ থেকেই পাওয়া যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি গাছ লাগানো।”
উদ্বোধনী বক্তব্যের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টল-গুলোতে দেশীয় ফল, বনজ গাছ এবং নানা জাতের চারা প্রদর্শন করা হয়।
পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়, যাতে তাদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ বাড়ে।