মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক হলেন এশিয়ান টেলিভিশনের আবু বক্কর সিদ্দিক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সাটুরিয়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আহত সাংবাদিকের মাথায়, বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আজকের পত্রিকার প্রতিনিধি বলেন, সন্ধ্যর দিকে হঠাৎ করে ধামরাইয়ের কথিত পশু চিকিৎসক কাশেম ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিক আবু বক্করকে ঘিরে ধরে রাস্তায় ফেলে মারধর করতে থাকে।
আহত সাংবাদিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী কাশেম ও তার দলবল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে সাটুরিয়ায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা তাকে হাসপাতালে দেখতে যান। সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।
আহত সাংবাদিক বলেন, সাটুরিয়ার পাশের ধামরাই উপজেলার কথিত পশু চিকিৎসক কাশেমের ভুল চিকিৎসায় সাটুরিয়ার চামুটিয়া, হান্দুলিয়াসহ আশপাশের কয়েক গ্রামের খামারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং সম্প্রতি বেশ কয়েকটি গরু মারা গেলে এ বিষয়ে এশিয়ান টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হলে ভুয়া চিকিৎসক হিসেবে আলো-চনায় আসেন কাশেম।
আহত সাংবাদিক আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে কাশেম ও তার দলবল এ হামলা করে।