দূর আকাশে উঁড়িয়ে দিলাম
আমার সুপ্ত ভালবাসা,
শব্দহীন চোখের জলে
খোজঁতে তারে ভাষা।।
উঁড়ছে মায়া অন্তগিরি
ছুটছে জুড়ে গতি,
গগণভেদী আকাশ ছেদী
ধ্রুব-তারা, জ্যোতি।।
সপ্ত রেখার দূর-নীলিমায়
দূরন্ত তার ছায়া,
দিগ-ছড়িয়ে, মাঠ পেরিয়ে
দৃষ্টি করা কায়া।।
শূণ্যে উঁড়ে শূণ্যে ঘুরে
শূণ্যে তাহা বাস,
নীল পরীদের মন মাতিয়ে
মিটছে তাহার আশ।।
হৃদ-আকাশের বাধঁনছেদী
বিশাল ভুবন পেয়ে-
নাচছে পাখি, ফিরছে ঘুরে
সপ্ত-রংঙ্গ গেয়ে।।
আধার কালো আমার আকাশ
নিত্য ঝড়ে বারি,
পুরনো সেই স্মৃতকথা-
প্রেম বিরহে তারই।।
ফিরছে গেয়ে জগৎ ধেয়ে
-দ্রেপদী‘তে প্রান,
অচিন পাখীর অচিন ভাষা
-অচিন তাহার গান।।