মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে-ডা. নাজিবুর নাহার

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ফুফাত বোন চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. নাজিবুর নাহার।

সোমবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়। ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে তিনি একা ছিলেন। অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন বিচলিত হন। দুপুর ১২টার পর খবর দেয়া হলে কোতোয়ালি থানা পুলিশের টিম দ্রুত উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতিতে কক্ষের তালা খুলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ডা. নাজিবুর নাহার জানান, হারুন-অর-রশীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। গেস্ট হাউসে এসে তাকে বিছানায় স্বাভাবিক ঘুমানোর মতো অবস্থায় দেখতে পেয়েছি।

সর্বশেষ রবিবার (৩ আগস্ট) রাত ৮টায় পরিবারের সঙ্গে হারুন-অর রশীদের কথা হয়ে ছিল বলে জানান ডা. নাজিবুর নাহার। ডা. নাজিবুর নাহার উপস্থিত সাংবাদিকদের আরো জানান, সাবেক সেনা প্রধান হারুন-অর-রশীদ মৃত্যুর আগে তার চোখ স্বেচ্ছাসেবী সংস্থা সন্ধানীতে দান করে গেছেন। সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দুপুরের পর চট্টগ্রাম সেনানিবাস থেকে আসা অ্যাম্বুলেন্সে হারুন-অর-রশীদের মরদেহ সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এরপর তাকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। হারুন-অর-রশীদ বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীরপ্রতীক উপাধিতে ভূষিত হন। তিনি ২০০০-২০০২ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD