মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী ‘ফ্যাসিবাদ’ পতনের বছরপুর্তী উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল করেছে জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি ও তার অঙ্গ-সংগঠন। মিছিলটির নেতৃত্বে ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা-মন্ডলীর সদস্য আফরোজা খান রিতা।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা হাই স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। বাসস্ট্যান্ড হয়ে উত্তর কাওন্নারা টু সিনেমা হল রোড হয়ে আবার বাস স্ট্যান্ডে এসে মিছিলটি শেষ হয়। বৃষ্টিতে ভিজেই মিছিলের নেতৃত্ব দেন আফরোজা খান রিতা।
এ সময় রাস্তার দুপাশে থাকা বাড়ি ঘরের মা-বোনেরা মিছিলটির অবলোকন এবং আফরোজা খান রিতাকে ধণ্যবাদ জ্ঞাপন করেন। মিছিলে উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে, জেলা তাতীঁদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, আজকের এই মিছিল সাটুরিয়ার ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। বিশেষ করে আমাদের প্রাণের নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আফরোজা খান রিতা আপার সক্রিয় অংশ গ্রহণে সাটুরিয়ার মানুষ উজ্বিবীত হয়েছে। যে কোন গনতান্ত্রিক আন্দোলনে আমরা সাটুরিয়াবাসী আফরোজা খান রিতা আপার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। গণ-অভ্যুত্থানের আজকের এই দিনটি সত্যিকারই আমাদের জন্য অনেক আনন্দের দিন।
উল্লেখ্য, ইতিহাস বদলে দেওয়া গণ-অভ্যুত্থান দিবস আজ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের এদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে ক্ষমতার মসনদ চেপে থাকা এক স্বৈরাচারের শাসন অবসান ঘটে। পরবর্তীতে সরকার ৫ আগস্টকে গণ-অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃতি দেন।