রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহৃত আপত্তিকর স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। শনিবার ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই অসন্তোষ জানান।
শাহনাজ খুশি লেখেন, “আগে স্লোগান শুনলেই দেশের জন্য মন উত্তাল হয়ে উঠত। বিভিন্ন দলের আদর্শ প্রকাশ পেত তাদের মিছিল ও স্লোগানে। কিন্তু এখন স্লোগান শুনলে দ্রুত ফোনের সাউন্ড বন্ধ করে চারপাশে কেউ আছে কি না দেখে নিতে হয়।”
তার ভাষায়, “বাচ্চা, বয়োজ্যেষ্ঠরা পাশে থাকলে লজ্জায় মাথা নত হয়ে যায়! ছিঃ! কীভাষা?! ”অভিনেত্রী আরও জানান, সম্প্রতি অসভ্য স্লোগানের সঙ্গে একটি নতুন স্লোগানও যুক্ত হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে পৌঁছে গেছে।
তিনি লিখেন, “এই আমাদের দেশ!! কারো কিচ্ছু যায় আসে না। রাজনীতি করতে শিক্ষা লাগে স্যার! সেটা প্রকৃত শিক্ষা, শুধু সার্টিফিকেট নয়! আক্রোশ দিয়ে কিছু দিন ক্ষমতা ধরে রাখা যায়, মানুষ ধরে রাখা যায় না! অবশ্য মানুষ এখন আর লাগেও না! মানুষকে আর কে ভাবছে?”
তার এই স্ট্যাটাস প্রকাশের পর ভক্তরা ব্যাপক সমর্থন জানান এবং রাজনৈতিক কর্মসূচিতে শালীনতা বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন দলের নেতাকর্মীদের আপত্তিকর ভাষায় স্লোগান দিতে দেখা গেছে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করলেন এই অভিনেত্রী।