ভারতের দিল্লি পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতসহ সিনিয়র বিরোধী সংসদ সদস্যদের আটক করেছে।
সোমবার (১১ আগস্ট) সকালে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয়।
যুগ্ম পুলিশ কমিশনার দীপক পুরোহিত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু সংখ্যাটি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আটক হওয়া ইন্ডিয়া ব্লক নেতাদের নিকটবর্তী একটি থানায় নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা পুরোহিত বলেন, বিরোধীদের বিশাল এ বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি ছিল না এবং কেবল ৩০ জন সংসদ সদস্যের একটি দলকে নির্বাচন কমিশনে মিছিল করে অভিযোগ জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
প্রতিবাদস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে আছেন, হাতে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।
আটক করে নিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সামনে রাহুল গান্ধী বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারি না, এটাই বাস্তবতা। সত্যটা আজ জাতির সামনে। এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার জন্য। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। আমরা একটি পরিষ্কার এবং নির্ভুল ভোটার তালিকা চাই।
রাহুলের পাশাপাশি তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করেছে পুলিশ। বিহারের এসআইআর বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে প্রতিবাদ মিছিলের সময় তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রিয়াঙ্কা বলেন, ওরা ভয় পেয়েছে। সরকার কাপুরুষ।