মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি ॥ নিন্মাঞ্চল প্লাবিত ॥ পানিবন্দি ৭ হাজার পরিবার

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৭ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ উজানের ঢল আর অতিবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫টি ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৭ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে রোপা, আমন, ভুট্টাসহ, শাক-সবজি আবাদ করা ৪০৩ হেক্টর জমি।

এছাড়া ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। জানা গেছে, উজানের ঢল আর অতিবৃষ্টিতে ৪-৫দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলী ইউনিয়ন এবং শিবগঞ্জ উপ-জেলার পাঁকা, উজিরপুর ও দূর্লভপুর ইউনিয়নের প্রায় সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

জনপ্রতিনিধিরা জানান, সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের প্রায় ৫’শ পরিবার এবং আলাতুলী ইউনিয়নে ৬’শ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। এছাড়া শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে প্রায় ৪৫০ পরিবার, পাঁকা ইউনিয়নে ২ হাজার পরিবার ও দূর্লভপুর ইউনিয়নের ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে আছেন।

পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী নিন্মাঞ্চল ডুবে গেছে এবং সেই অঞ্চলে বসবাসকরা মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সংকট দেখা দিয়েছে খাদ্য ও পানির এবং গোখাদ্যেরও।

এছাড়া প্রায় ৬টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় সেখানে পাঠদান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গত ৪-৫ দিন ধরে এই অবস্থা বিরাজ করছে। অন্যদিকে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে পদ্মায় ভাঙ্গণ দেখা দেওয়ায় নদী তীরবর্তী মানুষ আতঙ্কে দিন পার করছেন।

শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজম আলী বলেন, ইউনিয়নের দোভাগী, ফিল্ডেরহাট, বাদশাপাড়া, নামোজগন্নাথপুর এলাকার নিন্মাঞ্চলের জমিগুলো পানিতে ডুবে গেছে। এতে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

অন্যদিকে, সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় তার ইউনিয়নে প্রায় ৫’শ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। এতে করে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।

এছাড়া নিন্মাঞ্চলের আবাদি জমিগুলো ডুবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, নদীর পানিতে ধান, ভুট্টা ও শাক-সবজিসহ ৩৬০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD