মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মেয়েকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়েন শেখ (৭০) দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। তার মেয়ে হাবেজা বেগম (৩০) বাবার কাছে পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।
প্রায় তিন বছর আগে ওই জমির মধ্যে ১২ শতাংশ কাগজপত্র জোরপূর্বক নিজের নামে করে নেওয়ার পরও বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এদিন রাত সাড়ে ৭টার দিকে বাবার ঘরে প্রবেশ করে জমি ফেরত ও জাতীয় পরিচয়পত্র চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাবেজা বেগমপূর্বপরিকল্পিতভাবে কাঠের চলা দিয়ে আঘাত করেন। আঘাতটি বাম কাঁধে লাগলেও ময়েন শেখ মাটিতে লুটিয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যে মারা যান।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের ছেলে সাঈদুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার সকালে শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “মামলার একমাত্র আসামি হাবেজা বেগমকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তে জমি নিয়ে বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের বিষয়গুলো যাচাই করা হচ্ছে।”