মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম এলাকায় ‘এলাহীর মোড়ে’ সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এই সময় আহত হন সিএনজির চালকও।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাহীর মোড়ে সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়া থেকে দরগ্রাম বাজার মুখী একটি সিএনজি ও দরগ্রাম থেকে সাটুরিয়া মুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাচালক রফিকুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন রফিকুলকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের আজান মিয়ার ছেলে বলে জানাগেছে।