মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

সাটুরিয়ার দরগ্রামে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১

মোহাম্মদ নজরুল ইসলাম
  • আপডেটের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন

মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম এলাকায় ‘এলাহীর মোড়ে’ সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এই সময় আহত হন সিএনজির চালকও।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,  এলাহীর মোড়ে সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়া থেকে দরগ্রাম বাজার মুখী একটি সিএনজি ও দরগ্রাম থেকে সাটুরিয়া মুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাচালক রফিকুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন রফিকুলকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের আজান মিয়ার ছেলে বলে জানাগেছে।

এদিকে আহত সিএনজিচালক বারেক কে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। বারেক দড়গ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের চান মিয়ার ছেলে।সিএনজি মালিক-শ্রমিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, ‘সকাল সাড়ে ১১ টার দিকে রাস্তায় থাকা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এ সংঘর্ষ হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, ‘ঘটনা শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD