মানিকগঞ্জের সাটুরিয়ায় বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ৮: ৩০ মিনিটে দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া পশ্চিমপাড়া ময়নালের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির নিচে পুকুরের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রাশেদকে খবর দেন। পরে তিনি সাটুরিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অত্র গ্রামের চান্দু বেপারী জানান, গত রাত আনুমানিক দুইটায় বিকট শব্দে বিদ্যুৎ চলে যায়। সকালে এলাকাবাসী বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ দেখতে পান এবং প্রথমে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে। পল্লীবিদ্যুৎ অফিসের কর্মীরা এসে দেখতে পান খুঁটির ট্রান্সফরমারের লক খোলা। এরপর তারা সেখান থেকে চলে যান।
সাটুরিয়া থানা পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, নিহত যুবক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে মারা গেছেন। মরদেহের শরীরের ওপরের অংশে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে।
এ ব্যপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, বিস্তারিত তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।