মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা হারুনার রশিদ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের আগসাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম।গ্রেপ্তার হারুন একই এলাকার মৃত জয়নাল হোসেনের ছেলে এবং তিনি বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।
সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’