মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়।
সোমবার (১৮ জুলাই) দুপুর ১২ টার দিকে এক র্যালির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয়। র্যালি পরবর্তী উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৫ম আমাদের মৎস্য আহরণে আরও কাজ করতে হবে।
গ্রামে গ্রামে মৎস্য চাষ আনবে পুঁজি মিলবে কাজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে সেরা মৎস্য চাষীর মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরন করা হয়।