মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ॥ ১২ ঘণ্টা পর স্বাভাবিক

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৭ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ও রহনপুর-রাজশাহী রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার অভিযান শেষে সোমবার সকাল ৫টা ৩৫ মিনিট থেকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, রোববার সন্ধ্যা প্রায় ৬টার দিকে খুলনা থেকে ফার্নেস অয়েল নিয়ে আমনুরা বিদ্যুৎ কেন্দ্রে আসছিল একটি তেলবাহী ট্রেন। ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের সময় এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

এই দুর্ঘটনার ফলে তাৎক্ষণিকভাবে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই রহনপুর-ঈশ্বরদীগামী একটি কমিউটার ট্রেন ও রহনপুর থেকে রাজশাহী গামী পূনর্ভবা কমিউটার ২টি ট্রেন আমনুরা স্টেশনে আটকা পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার সকালে লাইনচ্যুত ওয়াগন গুলো সরিয়ে লাইন মেরামত করা সম্ভব হয়। স্টেশন মাস্টার হাসিবুল হাসান আরও বলেন, উদ্ধারকারী দল রাতভর কাজ করে লাইন স্বাভাবিক করেছে।

এখন এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, যাত্রীবাহী ট্রেনের লাইন স্বাভাবিক থাকলেও মালবাহী ট্রেনের লাইন স্বাভাবিক করতে এখনো কাজ চলমান আছে। সেটিও সম্পন্ন হবে।

এই দুর্ঘটনা কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর স্টেশন পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD