মানিকগঞ্জের সাটুরিয়ায় বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের আলতু মিয়া (৫০) নিজ বাড়ীর পাশে বাঁশ ঝাড়ের উপর থাকা বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ বরণ করে।
বুধবার (২০ আগষ্ট ) বিকাল ৪ টার দিকে উপজেলার পাতিলা পাড়া গ্রামে নিজ বাড়ীর পুর্ব পাশে কৃষি জমি থেকে ঘাস কেটে বাড়ী ফেরার সময় রাস্তার পাশে বাঁশ ঝাড় থেকে বাঁশ রাস্তা আটকে রাখলে খালি হাতে বাঁশ টি সরাতে যায়।
বৃষ্টিতে বাঁশটি ভেজা থাকায় বিদ্যুৎ এর লাইনে জড়ানো থাকায় তাৎক্ষনিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে পরিবার ও আশেপাশের লোকজন দেখতে পেয়ে আলতু মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
আলতু মিয়া পাতিলা পাড়া গ্রামের ওয়াজ উদ্দিনের পুত্র। সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।