ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বৃহস্পতিবার (২১ আগস্ট) ফেসবুকে ‘আমার জীবনের পুরুষরা’ শিরোনামে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।
স্ট্যাটাসে বাঁধন স্পষ্ট করেছেন, তার আপত্তি পুরুষদের প্রতি নয়, বরং সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতি। তিনি লিখেছেন, অনেকে ভাবেন আমি পুরুষদের পছন্দ করি না। এটা সত্য নয়। আমি যা পছন্দ করি না, তা হলো আমাদের পুরুষতান্ত্রিক সমাজ এবং সেই সমাজকে টিকিয়ে রাখা নারী-পুরুষ উভয়কেই।
অভিনেত্রী তার জীবনের গুরুত্বপূর্ণ পুরুষদেরও স্মরণ করেছেন। প্রথমেই উল্লেখ করেছেন তার বাবাকে, যিনি বিভিন্নভাবে তার বিকাশে ভূমিকা রেখেছেন। এছাড়া ‘রেহানা’চলচ্চিত্রের পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন বাঁধন।
তার মতে, এই দুইজন পুরুষ তার ব্যক্তিত্ব ও শিল্পীজীবনে গভীর প্রভাব ফেলেছেন।বাঁধন দুই ভাইকেও বিশেষভাবে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, ছোট ভাই রাশাকে তিনি শুধু ভাই নয়, বরং সেরা বন্ধু হিসেবে দেখেন।
অন্য ভাই সম্পর্কেও বলেছেন, বাবা-মা না পারলেও তার পাশে দাঁড়িয়েছেন, যা তিনি কখনও ভুলবেন না। উত্তরাধিকার নিয়ে দুই ভাইকে সমানভাবে সহায়ক হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বাঁধন পরিষ্কার করেছেন, আমি পুরুষদের অপছন্দ করি না, আমি অপছন্দ করি পুরুষতন্ত্রকে। আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি।