মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
নির্বাচনী জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সারজিস সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ আশুলিয়ায় থুতু ফেলাকে কেন্দ্র করে সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে ব্যাপক সংঘর্ষ ! মানিকগঞ্জে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভুয়া আইনজীবী আটক ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা মানিকগঞ্জে সাবেক  ছাত্র শিবির নেতাকর্মী  প্রীতি সন্মেলন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শহিদুল ইসলাম আমি এনসিপির সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো-নাসীরুদ্দীন পাটওয়ারী প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ কনস্টেবল, অতঃপর বিয়ে

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তি এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় যুবসমাজ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, স্থানীয় যুবক মেহেদি হাসান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানসহ অন্যরা। এছাড়া এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বিএনপি নেতা শওকত আলী, ইউসুফ আলী লাভলু এবং স্থানীয় বাসিন্দা সাগর।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয়। বক্তারা বলেন, “মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনই রুখে না দাঁড়ালে অন্ধকারে নিমজ্জিত হবে আগামী দিনের কর্ণধাররা।”

তারা আরও জানান, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ, যারা ধীরে ধীরে মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত হচ্ছে। চাঁন্দলাই জোড়বাগান এলাকায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিও জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা মাদক বিক্রি ও সেবনকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে, এলাকাবাসী সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

বক্তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই যথেষ্ট নয়, পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে। কারণ মাদকের বিস্তার রোধে পারিবারিক ও সামাজিক প্রতিরোধই সবচেয়ে বড় শক্তি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে হবে এবং প্রশাসনসহ সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই কেবল মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। মাদক বিক্রি ও সেবন বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD