সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
নির্বাচনী জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সারজিস সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ আশুলিয়ায় থুতু ফেলাকে কেন্দ্র করে সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে ব্যাপক সংঘর্ষ ! মানিকগঞ্জে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভুয়া আইনজীবী আটক ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা মানিকগঞ্জে সাবেক  ছাত্র শিবির নেতাকর্মী  প্রীতি সন্মেলন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শহিদুল ইসলাম আমি এনসিপির সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো-নাসীরুদ্দীন পাটওয়ারী প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ কনস্টেবল, অতঃপর বিয়ে

চাঁপাইনবাবগঞ্জে গোলাম রশিদ স্মরণসভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটস’র সম্পাদক গোলাম রশিদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে টাউন ক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে স্মরণসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

বক্তারা চাঁপাইনবাবগঞ্জের স্কাউটস’র জেলা সম্পাদক গোলাম রশিদ এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জেলার স্কাউটসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্কাউটার গোলাম রশিদ এর অবদান অপরীসিম। তাঁর নিরলস চেষ্টায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কাউটস দল প্রতিষ্ঠা ও দলের প্রশিক্ষন এবং স্কাউটসদের চর্চা অব্যাহত ছিলো। এছাড়া, সমাজ সেবায়ও তিনি আজীবন সময় দিয়ে গেছেন।

স্কাউটস কে গুরুত্ব দিতে গিয়েই গোলাম রশিদ দিন রাত কাজ করেছেন। বক্তারা বলেন, তাঁর এই অকাল মৃত্যুতে স্কাউটের অপুরনীয় ক্ষতি হয়েছে, যা পুরণীয় নয়। জেলা স্কাউটস এ তাঁর অবদান জেলার সকল স্কাউটার ও সংশ্লিষ্টরা শ্রদ্ধাভরে স্মরণে রাখবে।

গোলাম রশিদের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট পরিবার গভীরভাবে শোকাহত। জেলা স্কাউট পরিবার চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

স্মরণসভায় জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, গোলাম রশীদের বোন পারভিন কবীর, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম রেজা, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া, কোষাধ্যক্ষ মোঃ আসলাম কবির, শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনসহ অন্যরা।

শেষে চাঁপাই নবাবগঞ্জের জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদ এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। জেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ মারুফুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা স্কাউটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা স্কাউট নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট লিডার ও সদস্যরা।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের জেলা স্কাউটের সম্পাদক গোলাম রশিদ এবছরের ৬ আগষ্ট অসুস্থতাজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে চাঁপাই-নবাবগঞ্জে শোকের ছায়া নেমে আসে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD