ভাবনায় লাভ কি?
অসার কাঠগড়ায়
বিচারিক বধিরতায়
…মানবিক রুদ্ধতা !!
বায়ুবিক তুচ্ছতায়
চিন্তার সমীরণ-
বিত্তের কামনায়
…অক্সফোর্ড- ব্যাকরণ।।
আধুনিক ভাবধারায়
সীমাহীন ধূর্ততা
সমীহার যাতাকলে
…চিন্তার গভীরতা।।
চপলতার চারধার
নষ্টের আতুর‘ ঘর
বুদ্ধির বিচারে
…বিবেকের অবসর।।
তবু আছি বেশ
নাই লজ্জার লেশ
ফিকি ফিকি ছলা-কলা,
অযৌক্তিক তাল টেনে
…জ্ঞানী জ্ঞানী কথা বলা।।
https://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,61455.0.html