চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাই-নবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন দুদক এর কমিশনার (তদন্ত) চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী। ‘
নতুন বাংলাদেশ গড়ার লক্ষে “এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” শ্লোগানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর আহবায়ক মোঃ নাকিব হাসান তরফদার, বৈষম্য-বিরোধ ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ রাহিমসহ অন্যরা।
এসময় স্কাউট দলের সদস্যরাও অংশ নেয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দল ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দল কে ২-০ গোলে হারায় শিবগঞ্জ উপজেলা ফুটবল দল।
এসময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এ জেলার ৫টি উপজেলার ফুটবল দল অংশ নিচ্ছে।